রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গণের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি ফিরোজ, সম্পাদক উচ্ছাস –
- Update Time : ১০:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গণের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দীতায় মাসুদুজ্জামান ফিরোজকে সভাপতি এবং উচ্ছাস কুমার ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জিহাদুর রহমান জিহাদ, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইমু কামাল, কোষাধ্যক্ষ যাকারিয়া খান জনি, সদস্য শেখ রেজওয়ান, সোহার্ত্য আলম, সদস্য (মহিলা) তামান্না আমান মিষ্টি। নির্বাচনে ২৭ জন ভোটারই উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনঃ ডা. পারিজাত কুমার পাল, উপদেষ্টা স্বদেশ নাট্যাঙ্গণ, মো. আজিজুল হক (ভারপ্রাপ্তঅধ্যক্ষ) ,উপদেষ্টা স্বদেশ নাট্যাঙ্গণ, সালাম তাসির (সহকারী অধ্যাপক) ও উপদেষ্টা স্বদেশ নাট্যাঙ্গণ, পার্থ প্রতিম দাস, জেলা কারচারাল অফিসার,রাজবাড়ী ও নাঈম হাসান,সমাজ সেবক। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. রাজ্জাকুল আলম, সহকারী অধ্যাপক, মীর মশাররফ হোসেন কলেজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়