রাজবাড়ীর ২০ অস্বচ্ছল ক্রীড়াবিদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন কাজী কেরামত আলী –

- Update Time : ১০:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত রাজবাড়ীর ২০ জন দুঃস্থ ও অস্বচ্ছল ক্রীড়াবিদ এবং ক্রীড়াসেবীকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ সব চেক তুলে দিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ।
এ উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ।
কাজী কেরামত আলী বলেন, সকলকে করোনার হাত থেকে রক্ষা পেতে হলে বিধি নিষেধ মানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালিন সময়ে দুঃস্থ ও কর্মহীন মানুষের সহযোগিতায় নিবেদিত রয়েছেন। তারই ধারাবাহিতকায় দুঃস্থ ও অস্বচ্ছল ক্রীড়াবিদ এবং ক্রীড়াসেবীকে আর্থিক অনুদানের চেক পেলেন। তাছাড়া তিনি নিজেও ব্যক্তিগত ভাবে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়