পাঁচুরিয়ার ব্যবসায়ী শহীদ হত্যা মামলায় আরো ২ গ্রেফতার –

- Update Time : ০৮:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৩৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কাজিপাড়া এলাকায় ইটভাটা ব্যবসায়ী শহীদ শেখ হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ ও ১০ নম্বর আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দুপুরে সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার ব্যবসায়ী শহীদ শেখ হত্যা মামলা এজাহার নামীয় ৪নং আসামী কাদের কাজীকে ২৩ জুন ভোর রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ও ১০ নং আসামী মাঈনউদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। এছাড়া এ হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৪ জনসহ ৬ জনকে গ্রেফতার করেছেন এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত কাদের কাজী চরআন্ধার মানিক এলাকার মৃত মকিম কাজীর ছেলে ও মাঈদউদ্দিন দয়ালবন্ধ এলাকার মৃত ফজের আলীর ছেলে।
উল্লেখ্য, চলতি মাসের ১৯ জুন খানখানাপুর কাজীপাড়া এলাকায় পাঁচুরিয়া খোলাবাড়ীয় এলাাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে ইটভাটা ব্যবসায়ী শহীদ শেখকে গুলি করে হত্যা করা হয়। পড়ে শহীদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে চিহিৃত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়