দৌলতদিয়ার পদ্মায় ধরা পরলো ১৭ কেজি’র পাঙ্গাস! –
- Update Time : ০৮:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীর উজানে মাছ ধরার সময় রশোন হালদারের জালে ১৭ কেজি ওজনের বিশাল অাকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
পড়ে ওই পাঙ্গাস জেলে রশোন হালদারের কাছ থেকে ১৪শ টাকা কেজি দরে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের চান্দু মৎস্য আড়তের মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা।
বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা জানান, অাজ সকালে জেলে রশোন হালদারের জালে ধরা পড়া ১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছটি তিনি ১৪শ টাকা কেজি দরে কিনে নেন। পড়ে ঢাকার এক ব্যাক্তির কাছে ১৫শ টাকা কেজি দরে বিক্রি করেন। কয়েকদিন অাগে ৩০ কেজি ওজনের একটি কাতল কিনেছিলেন। এছাড়া ৫ থেকে ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের মাছ প্রতিনিয়তই কেনেন।
তিনি অারো জানান, মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ে অার তিনি সেই মাছ কিনে সীমিত লাভে ঢাকাসহ বিভিন্নস্থানে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিক্রি করেন। নদীর মাছ হওয়ায় বড় হলেও কিনে বিক্রি করতে কোন সমস্যা হয় না। অনেক চাহিদা এই মাছের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়