ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে রামকান্তপুর, বানীবহ ও আলীপুরে খাদ্য সহায়তা প্রদান –

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে বুধবার রামকান্তপুর, বানীবহ ও আলীপুরে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু ওই সব ইউনিয়নের প্রতিটিতে ৫০ প্যাকেট করে মোট ১৫০ প্যাকেট খাদ্য সর্বরাহ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের হাতে ওই খাবার তুলে দেওয়া হয়। খাবারের ওেই প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি সাবান।
বাণিবহে নাজমুল হাসান মিন্টুর সাথে আব্দুল লতিফ মিয়া, ইউনুছ মোল্লা, বাবুল আক্তার, হাফিজ, রেশমা মেম্বার, রামকান্তপুরে মইনুল হাসান তুষার, ইব্রাহিম, বাকাউল, আবজাল সরদার, হারেজ শেখ মেম্বার, মর্জিনা মেম্বার, হাবিব, কাদের নিজাম এবং আলীপুরে মানবতার আঁচল সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০