রাজবাড়ীতে ভুল চিকিৎসায় যমুনা গ্র্রুুপের প্রকৌশলীর মৃত্যুর অভিযোগ, ডাক্তারকে মারপিট –
- Update Time : ১০:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় ফজলুল হক (৫৫) নামে যমুনা গ্রুপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী ওই চিকিৎসকের হাসপাতালের বাস ভবনে ঢুকে চিকিৎসককে মারপিট করেছে।
মৃত ফজলুল হকের ভাই জাহিদুল ইসলাম লিটু জানান, তাদের বাসা সদর হাসপাতালের পেছনের এলাকায়। তার ভাই ফজলুল হক ঢাকায় চাকুরী করেন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তিনি রাজবাড়ীর বাসায় বেশ কিছু দিন ধরে অবস্থান করছেন। শুক্রবার ভোরে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন। তাকে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রবিউল আযম ঘুমিয়ে ছিলেন। পরে তারা তাকে ডেকে তোলেন। সে সময় ডাক্তার তার ভাইয়ের ইসিজি করতে বলেন। তবে তিনি প্রেসার মাপেন নি। আবার ইসিজি রিপোর্ট আনার পর সেটিও তিনি দেখেন নি এবং ওই অবস্থায় হাসপাতালে তার ভাইকে ভর্তি করতে নির্দেশ দেন। দুপুরের দিকে তার ভাইয়ের শাররীক অবস্থার অবনতি হয় এবং তার ভাই মারা যান। তার ভাই মৃত্যুর পর ইসিজির রিপোর্টটি দেখে অন্যান্য চিকিৎসকরা। তারা তাদের বলেন ইসিজি রিপোর্টে দেখা যাচ্ছিল ফজলুল হকের হার্ডের সমস্যা রয়েছে। সকালেই যদি তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর অথবা ঢাকায় নেয়া সম্ভব হতো তাহলে তার ভাইয়ের এই মৃত্যু হতো না।
স্থানীয়রা জানান, ডাক্তার রবিউল আযম নিয়মিত ভাবে মাদক সেবন করেন। তিনি তার হাসপাতালের ভেতরের বাস ভবনে বহিরাগতদের নিয়ে মাদক সেবনের আড্ডা বসান। ফলে দিনের বেশির ভাগ সময়ই ওই চিকিৎসক নেশা গ্রস্থ থাকেন।
তবে চিকিৎসক রবিউল আযম মাদক সেবন এবং মাদকের আড্ডা বসানোর অভিযোগ অস্বীকার করে জানান, তিনি রোগী ফজলুল হককে সঠিক চিকিৎসা সেবাই দিয়েছেন। পরে যদি ওই রোগি মারা যায় তাহলে তার কি বা করার আছে। তিনি আরো বলেন, ওই ঘটনার পর বহিরাগতরা তার বাসায় প্রবেশ করে তাকে হুমকি ধামকির পাশাপাশি মারপিট করে। ্ওই মারপিটের ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্তি করেন এবং মরদেহ হাসপাতালে থেকে নিতে সহযোগিতা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষে থেকেই থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়