পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন লাবীব আব্দুল্লাহ্-
- Update Time : ১২:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ১৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহ বৃহস্পতিবার পাংশা সার্কেলের কার্যালয়ে যোগ দিয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা। ৩৪তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৬ সালের ১ জুন তিনি খুলনা রেঞ্জের ট্যুরিস্ট পুলিশে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে গত ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। যদিও তিনি এ জেলায় নতুন নন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জেলার কালুখালী উপজেলা মৎস্য অফিসার হিসেবে কাজ করে গেছেন।
পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা লাবীব আবদুল্লাহ বলেন, ৩৪তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৬ সালের ১ জুন তিনি খুলনা রেঞ্জের টুরিষ্ট পুলিশে যোগদান করেন এবং সেখান থেকেই তিনি রাজবাড়ীতে আসেন। তবে রাজবাড়ীতে যোগদানের দুইদিন পরই তাকে ২১ দিনের জন্য প্রশিক্ষণে যেতে হয়। সেখান থেকে ফিরে আসার পরই মূলত তিনি রাজবাড়ীতে কাজ শুরু করেছেন।
যোগদান কালে তিনি সাংবাদিকদের বলেন, রাজবাড়ীর সুযোগ্য পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম স্যার আমাকে পাংশা সার্কেল অফিসের দায়িত্ব প্রদান করেছেন। আমি তার নির্দেশনায় পাংশা সার্কেলের আওতাধীন পাংশা-কালুখালী-বালিয়াকান্দি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করে যাব। পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এ এলাকা থেকে মাদক, চুরি-ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করব। সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়