শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ –
- Update Time : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ১৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ক্লাস চলাকালে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ পরিদর্শক। অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ ও নৈতিক শিক্ষা বিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে গিয়ে ক্লাসের শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক।
বুধবার সকালে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক আকস্মিকভাবে বালিয়াকান্দি মডেল উচ্চ বিদ্যালয়ে হাজির হন। প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যবহারকারী চিহিৃত করেন। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দও করেন তিনি। এ মোবাইল ফোনগুলো প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যার কাছে গচ্ছিত রাখা হয়। অভিভাবকরা এসে মুচলিকা দেওয়ার পর ফোন ফেরত দেওয়া হবে।
অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিক শিক্ষা প্রদান করা উচিত। শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে অভিভাবকদেরও একটু ভাবা উচিত বলে মনে করেন তিনি। বলেন, বিজ্ঞানের এ যুগে মোবাইল প্রয়োজনীয় হলেও শিক্ষার্থীরা বেশির ভাগ বিপদগামী হচ্ছে। এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়