পাংশায় সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত, আহত ২!-
- Update Time : ০২:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
- / ২৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিরীহ কৃষক নিহত হয়েছেন। তার নাম আঃ ওহাব শেখ (৫২)। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। ঘটনাটি গত বৃহস্পতিবার রাত ১০টার দিকের বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের ভাই সাচ্চু শেখ জানান, রাত আনুমানিক ১০টার দিকে তার মামাতো ভাই কে, এম সিরাজুল ইসলাম দুলাল দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফিরছিল। বাড়ির কাছেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে মারপিট করে। এসময় দুলাল সুযোগ বুঝে ওহাব শেখের বাড়িতে দৌঁড়ে আশ্রয় নেয়ার চেষ্টা করে। তাকে বাঁচাতে ওহাব ও তার ছেলে সজীব এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এসময় ওহাব গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যুবরণ করে। এঘটনায় রাতেই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়