সনাকের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতালে আগত সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালে আগত সেবাগ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা বুধবার সকালে হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্ণারে অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মো: জাহাঙ্গীর হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন সনাক সহ- সভাপতি প্রফেসর মো: নুরুজ্জামান। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মো: সুফিয়া বেগম, আব্দুল কুদ্দুস, শাবানা খাতুন, সালেহা, রতœা, রোকসানা, মাজেদা, মাহফুজা, মিজান, আজিরন বেগম, মিলি আক্তার, আবু মিলন প্রমুখ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু সেবা গ্রহীতাদের হাসপাতালের সেবা বিষয়ক বিভিন্ন প্রশ্ন মনযোগ সহকারে শুনের এবং তাদের প্রশ্নের উত্তর দেন। তিনি হাসপাতালে আগত সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে কোন সমস্যা হলে আপনারা আমাকে জানালে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, হাসপাতালে অবৈধ লেনদেন এর কোন সুযোগ নেই। তিনি রশিদ ছাড়া টাকা লেনদেন না করার জন্য সকলে অনুরোধ করেন। সরবরাহ এর ভিত্তিতে প্রেসক্রিপশন অনুযায়ী সকল সেবাগ্রহীতাকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। তবে কোন কোন ক্ষেত্রে ওষুধ সরবরাহ না থাকলে তা বাহির থেকে কিনতে হয়। হাসপাতালের তত্ত্বাধায়ক বলেন, হাসপাতালে জনবলের ঘাটতি রয়েছে, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, পরিচ্ছন্ন কর্মী ও প্রহরী নেই। তারপরও তিনি সীমিত জনবল নিয়ে মানসম্মত চিকিৎসা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। অনেক সেবা গ্রহীতারা অভিমত প্রকাশ করেছেন যে, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, চিকিৎসার মানোন্নয়ন হয়েছে, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে। তবে কোন কোন ক্ষেত্রে প্রেসক্রিপশন অনুযায়ী সকল ওষুধ সরবরাহ করা হয় না। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, সরবরাহের ঘাটতি থাকলে কোন কোন ক্ষেত্রে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করা সম্ভব হয় না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজান মো: আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সনাক সদস্য, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়