রাজবাড়ীর পদ্মার ভাঙ্গণ রোধে ৩২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন –

- Update Time : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ৩২ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মার ভাঙ্গণে হুমকির মুখে রাজবাড়ী জেলা। ভাঙ্গন প্রবণ হ্ওয়ার কারণে প্রতিবছরই ঝুকিতে থাকে এ জেলার লাখ লাখ মানুষ। পদ্মার কড়াল প্রাস থেকে রক্ষায় ৩২৮ কোটি টাকার পদী রক্ষা প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। ওই কমিটির এই অনুমোদনের ফলে রাজবাড়ীর নদী ভাঙ্গণ রোধে কাজ শুরুতে বাঁধা দুর হলো। ফলে নদী পারের মানুষের মাঝে বাইছে আনন্দের জোয়ার। শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর ঐকান্তিক প্রচেষ্টায় এই সুফল পেতে যাচ্ছেন রাজবাড়ী বাসী।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পটিসহ ১০টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় একহাজার ৬১০ কোটি ৬০ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি সফরে দেশের বাইরে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণলয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, রাজবাড়ী শহর রক্ষা (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫০০ কিলোমিটার পদ্মা নদীর ডানতীর সংরক্ষন এবং ৪ দশমিক ৭০০ কিলোমিটার ডজেংি কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ৩২৮ কোটি ৯৬ লাখ টাকা।
তিনি বলেন, কুমিল্লা জোনের চাঁদপুর সড়ক বিভাগের মতলবে ধনাগোদা নদীর উপর মতলব সেতু নির্মান (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের অতিরিক্ত ব্যয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত দও ধরা হয়েছিল ৫০ কোটি ৬৫ লাখ টাকা। এ প্রকল্পে ৮ কোটি ১১ লাখ টাকা বেড়ে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭৬ লাখ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে চট্রগ্রাম ওয়াসার চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় কালুর ঘাট থেকে পতেঙ্গা বুস্টার পাম্প স্টেশন পর্যন্ত সঞ্চালন মেইন ও আনুষঙ্গিক বিতরণ পাইপলাইন নির্মান শীর্ষক কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে ব্যয় হবে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা।
বৈঠকে জিটুজি ভিত্তিতে ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশানালের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের নেগোসিয়েটেড প্রাইসিসড়া চুক্তিপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় রূপকল্প-১ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের সালদা নর্থ-১ কূপ খননের কাজ বিজয়-১০ রিগ দ্বারা সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার জন্য একজন বিশেষজ্ঞ টপ ড্রাইভ সার্ভিস ইঞ্জিনিয়ারের সেবা গ্রহনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। হংকং ভিত্তিক শিচুয়ান গুনওয়া নামের একটি প্রতিষ্ঠান এ সেবা দেবে। এজন্য ব্যয় হবে ৮১ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় রূপকল্প-১ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের সালদা নর্থ-১ অনুসন্ধান কূপ খননের জন্য নিয়োজিত বিজয়-১০ রিগের একজন বিশেষজ্ঞ প্রোগ্রামারের সেবা গ্রহনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯ লাখ এক হাজার টাকা।
তিনি বলেন, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় রূপকল্প-১ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের সালদা নর্থ-১ অনুসন্ধান কূপ খননের জন্য নিয়োজিত বিজয়-১০ রিগের ইলেক্ট্রিকাল বিভন্ন ধরনের যন্ত্রাংশ কেনার একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে এক কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি এ সব যন্ত্রাংশ সরবরাহ করবে।
অতিরিক্ত সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল িেডফন্স অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ টি উপজেলা সদর/ স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৪টি লটে ৩ ধরনের সরঞ্জামের মধ্যে ২টি লটে আহ্বানকৃত পুনঃদরপত্র প্রক্রিয়ার ভূতাপেক্ষ অনুমোদনসহ ১টি লটের সরঞ্জাম হিসাবে ৭৩টি স্মোক ইজেক্টর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে দুই কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকা।
এছাড়ও বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের জন্য কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে ১০টি মিটার গেজ ডিজেল ইঞ্জিন ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০০ কোটি ১৫ লাখ টাকা।
এরআগে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ জুট করপোরেশন (বিলুপ্ত) এর ময়মনসিংহ জেলায় অবস্থিত মেসার্স গজরাজ পান্নালাল নামের সম্পত্তি ক্রেতা বরাবওে রেজিস্ট্রি দলিল প্রদানের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়