রাজবাড়ীতে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ –

- Update Time : ০৮:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিয়ের আস্বাস দিয়ে নবম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের আকাউদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৫) এবং দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের মৃত সামসু বিশ^াসের ছেলে হান্নান বিশ^াসকে আসামি করা হয়েছে।
গতকাল সকালে রাজবাড়ী থানায় অবস্থান করা ওই ছাত্রী জানায়, এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যেমে মহিউদ্দিনের সাথে তার পরিচয় হয়। ওই পরিচয়ের এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে মহিউদ্দিন তাকে বিয়ের আস্বাস দেয় এবং তারা মাঝে মধ্যেই বিভিন্ন স্থানে ঘুরতে যেত। গত ১৭ এপ্রিল তার ভাইয়ের সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতে তার মা একটি ক্লিনিকে যায়। ওই দিন সন্ধ্যার দিকে মহিউদ্দিন তার সহযোগি হান্নান বিশ^াসকে সাথে নিয়ে তাদের বাড়ীতে আসে এবং হঠাৎ করেই হান্নানকে বাইরে পাহারায় রেখে মহিউদ্দিন তাদের বসত ঘরে প্রবেশ করে দরোজা বন্ধ করে দেয়। সেই সাথে তার মুখ আটকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে তার মুখ থেকে মহিউদ্দিনের হাত সড়িয়ে চিৎকার দেয়। এতে স্থানীয়রা এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে হান্নান পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা মহিউদ্দিনকে আটক করতে সমর্থ হয়। পরে খবর পেয়ে মহিউদ্দিনের পরিবারের সদস্যরা তাদের বাড়ীতে আসে এবং আপোষ মিমাংশার কথা বলে। আর ওই সুযোগে মহিউদ্দিন পালিয়ে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবুর বলেন, আসামিদের চেষ্টা অব্যাহত আছে। সেই সাথে আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সর্ম্পণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়