বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জন গ্রেফতার
- Update Time : ০৯:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য, এস,আই কায়সার হামিদ, এস,আই মেজবাহ উদ্দিন আহম্মেদ, এ,এস,আই সাইফুল ইসলাম, এ,এস,আই ইব্রাহিম, এ,এস,আই আজিজ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চেক জালিয়াতি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ও ১৩ লক্ষ টাকা জরিমানার দায়ে অভিযুক্ত নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে জিয়াউর রহমান (৩৫), ওয়ারেন্টভুক্ত জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের তারাপদ মন্ডলের ছেলে পঙ্কজ মন্ডল (৪৫), নিখিল মন্ডল (৫০), প্রনয় কুমার মন্ডল (৩৫), নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের এবাদত মোল্যার ছেলে একলাছ মোল্যা (৩৮), বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৪), জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আইয়ুব আলী (৩৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়