রাজবাড়ীর চরলক্ষীপুরে কলেজ শিক্ষার্থী রিদয় খানকে মারধোর –
- Update Time : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর গ্রামে গত বুধবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ শিক্ষার্থীকে মারধোর করে আহত করা হয়েছে।
আহত ওই শিক্ষার্থীর নাম রিদয় খান (১৮)। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রিদয়ের বাবার নাম সাহেব আলী খান। মারধোরের ঘটনায় আহতের ভাবী কাকলী আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
রিদয় রাজবাড়ী বন্ধুসভার দপ্তর সম্পাদক। তিনি আহম্মদ আলী মৃধা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।
রিদয়ের ভাই ফরিদ খান বলেন, তুর্য তাকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। তাকে ডেকে নিয়ে কলেজের পিছনে একটি নির্মানাধীন বাড়ির সামনে নিয়ে কয়েকজন মারধোর করে। এলোপাথারী পিটুনীতে শরীরের নীলাফোলা রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলাম বলেন, মারধোরের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে মারধোরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহির জোবায়ের বলেন, আহতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়