কালুখালীতে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে বর্ণ্যাঢ্য র্যালী-
- Update Time : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
- / ৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় কালুখালী এর আয়োজনে এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধিগন ও পল্লী মুক্তি সঞ্চয় এনজিও সহ বিভিন্ন এনজিওর অংশগ্রহনে বিশাল একটি বর্ণ্যাঢ্য র্যালী উপজেলা পরিষদের আশপাশ রাস্তা পদক্ষিণ করে। র্যালী পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারের এ সাফল্য নিয়ে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে এ সাফল্য অর্জন করায় আন্তরিকভাবে প্রশংসা জ্ঞাপন করেন। সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমানের উপস্থাপনা ও স্বাগত বক্তৃতা করেন। সে সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়