পাংশায় ভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন-
- Update Time : ০৯:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারেরর স্বার্থ রক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে একই সাথে সাধারণ জনগণ যেন দ্রুত সময়ের মধ্যে সঠিক সেবা পায় সেদিকে আমাদের আরো বেশী আন্তরিক হতে হবে,আমাদের ভূমি অফিস সংক্রান্ত মানুষের যে খারাব ধারনা আছে তা আমাদের কাজের মাধ্যমে উত্তলন করতে হবে,আমাদের শতভাগ সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে বর্তমান সরকার কাজ করে চলছে এইর ধারাবাহিকতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সকল নাগরিক সুবিধা দিয়ে আসছে। গতকাল সোমবার পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা ও কালুখালী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগনের ”ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ” শীর্ষক ৪দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এসব কথা বলেন। উপজেলা ভূমি অফিস পাংশার আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড ঢাকার সহযোগীতায় এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেযারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ,কোর্স সমন্নয়ক হিসাবে দায়িত্ব পালন করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক। এসময় পাংশা ও কালুখালী উপজেলা ভূমি অফিস,২উপজেলার সকল ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ঠ ব্যাক্তিগন প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। আগামী ১৫ মার্চ এ কর্মশালা শেষ হবে।
পাংশা থানা ও ভুমি অফিস পরিদর্শন ঃ রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল সোমবার পাংশা মডেল থানা ও পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র অফিস পরিদর্শন করেছেন। থানা পরিদর্শন কালে তিনি পাংশা থানায় সাফিন হত্যা মামলা,মাদ্রাসা শিক্ষার্থী পিয়াস হত্যা,স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্বহত্যা মামলাসহ বিভিন্ন বিষয়ের খোজখবর নেন। এসময় পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়