রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
- / ১৮ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্কুলের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যর সম্মিলিত প্রচেষ্টায় আজকে যে পরিবেশ সুন্দর হয়েছে আমি সত্যিই অত্যান্ত খুঁশি। আজকের যে একতলা দোতলা বিল্ডিং দেখছেন তা আমার নিজ হাতে করা ১৯৯৬ সালে। এরপর যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেজন্য অত্যান্ত খুঁশি হয়েছি। ছেলে মেয়েদের একটি কথা বলতে চাই, শুধু বিল্ডিং সুন্দর হলে চলবে না যদি পড়াশোনা সুন্দর না হয়, রেজাল্ট সুন্দর না হয় তাহলে কিন্তু সুন্দর বিল্ডিং এর মধ্যে থেকে কিছুই হবেনা। ভাঙ্গা ঘড়ের মধ্যে থেকেও যদি রেজাল্ট ভালো হয় সেটাই আমরা দেখবো। তোমাদের বাবা-মা,স্কুলের শিক্ষক সবাই এটা চায়।
এ ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম এ খালেক, জেলা শিক্ষা অফিসার সৈয়দ ছিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক সাইদা খানম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
পরে স্কুলের তৃতীয় তলায় অবস্থিত মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন, অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়