কালুখালীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ -এর পুরষ্কার বিতরণ –
- Update Time : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে ২০টি ষ্টলে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা ২০১৮ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের শিক্ষক সমাজের প্রতি আহবান জানান। তিনি ৭ই মার্চের ভাষণের গুরুত্বারোপ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৬ দফা, ৬৯ এর গণআন্দোলন, ৭১এর মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্রের জন্য যে সংগ্রামের ডাক দিয়েছিলেন তারই পূর্বাভাস ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। যা বিশ্বের ইতিহাসে আজ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ৭ই মার্চের ভাষণে বাঙ্গালী জাতিকে একত্রিত করে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছিলেন বঙ্গবন্ধু। প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জন্য শক্তিশালী ফাউন্ডেশন। ডিজিটাল বাংলাদেশে শিক্ষকদের লেখাপড়া করে ক্লাসে আসতে হবে কারণ এখনকার ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকটাই সচেতন । এ প্রজন্মকে সঠিক ইতিহাস শিখাতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের প্রতি যতœবান হওয়ার আহবান জানান। এ সরকার শিক্ষাবান্ধব সরকার, জননেত্রী শেখ হাসিনা শিক্ষক সমাজের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সম্মানসূচক ব্যবহার করে থাকেন। কাজেই আপনারা সবকিছু বিবেচনা রেখে কোমলমতি শিশু কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করবেন এ প্রত্যাশা আমার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহ্নাজ, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা মোঃ মাছিদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার, ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকাম আলী, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার, রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার দত্ত ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আখরজানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ ও ইশতিয়াক আহমেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়