রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, সিলেটে নিরাপত্তার মাঝেও ড. জাফর ইকবালকে চাকু দিয়ে কুপিয়ে জখম করাটা অত্যান্ত দুঃখ জনক ঘটনা। আমি ওই ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, এখনো কিন্তু জঙ্গিবাদ শেষ হয় নাই। নির্মূল করা যাই নাই। তারা এখনো কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। কিন্তু মানুষ হত্যা করে কখনো রাজনীতি আমরা করতে চাই না। এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে আদালত চত্বরে শিক্ষাপ্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জেলা বারের সভাপতি এ্যাডঃ শফিকুল আজম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। বক্তৃতা করেন, জেলা বারের সাবেক সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, পিপি এ্যাডঃ উজির আলি শেখ, জিপি এ্যাডঃ আনোয়ার হোসেন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও জেলা বারের নবনির্বাচিত সদস্য এ্যাড ঃ খান মোঃ জহুরুল হক। এর আগে ফুল ও ক্রেস্ট দিয়ে শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায়, আইনজীবি সহকারীদেও জন্য ৫ লাখ টাকা এবং একটি কম্পিউটার প্রদান এবং জেলা বারের উন্নয়নে সার্বিক সহযোগিতার করার আস্বাসও দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়