রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-
- Update Time : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ১২ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী ওই কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় এনডিসি তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার সাদিয়া শাহনাজ খানমসহ জেলা প্রশাসকের কার্যালয় এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতা জেলা প্রশাসক বলেন, ভূমি অফিসের ৬/৭ জন কর্মকর্তা-কর্মচারী বহিস্কার অবস্থায় রয়েছে। ভদ্রচিতভাবে চাকরী করলে আপনারা কোন সমস্যায় পরবেন না। একজন সরকারী কর্মচারীর চাকরী চলে গেলে সমাজে তার কোন মূল্য থাকেনা, কাজেও নেয়না। আমার পরামর্শ সকল ক্ষেত্রে সততা, দক্ষতা ও দায়িত্ববান হতে হবে এবং দূর্নীতি থেকেও দুরে থাকতে হবে। সাধারণ মানুয়ের ভূমি অফিসের প্রতি খারাপ ধারনা আছে। এ ধারনাকে কাঠিয়ে সঠিক ভাবে কাজ করে যেতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়