“মুক্তি পেল প্রতিবন্ধী শিশু জলি” রাজবাড়ীর শহীদওহাবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু –
- Update Time : ০৭:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শাররীক প্রতিবন্ধী হলেও চঞ্চল ছিলো জলি খাতুন (১৩)। যে কারণে পরিবারের সদস্যরা তাকে নির্দয় ভাবে বাড়ীর মধ্যে বেঁধে রাখতো। তবে কখনো যদি সে ছাড়া পেত তবে মুহুর্তের মধ্যেই পার হতো এ গ্রাম ও গ্রাম। এবারও সে মুক্তি পেয়েছিল, তবে ঘুরতে পারেনি কোন গ্রাম। পুকুরের পানিতে পরে মারো গেছে সে। গত শুক্রবার রাতে জলির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তা দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন কুটি।
পরিবারের সদস্যরা জানান, জলিকে নিয়মিত ভাবে বাড়ীর মধ্যে বেঁধে রাখা হতো। গত শুক্রবার সন্ধ্যায় সে বাঁধন খুলে অন্যত্র যাবার চেষ্টা করে এবং বাড়ীর পাশের পানির মধ্যে পরে যায়। বেশ কিছু সময় পর পরিবারের লোকজন জলিকে খুজতে শুরু করে। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশ উদ্ধার করে তা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসে। তবে ওই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
স্থানীয়রা জানান, প্রায় দশ বছর পূর্বে জলির মাকে ডিভোর্স দিয়ে তার বাবা আরেকটি বিয়ে করে। তার মা জলিকে রেখে বাবার বাড়ী চলে যান। এর পর থেকেই মেয়েটি পারিবারিক নির্যাতনের শিকার হতে থাকে। তাকে বিকশিত করার পরিবর্তে প্রায় সময়ই বেঁধে রাখা হতো। যে কারণে কখনো যদি সে বাঁধন খুলতে পারতো, তাহলে দিনভর এ গ্রাম ও গ্রাম ঘুরতে। এরই মাঝে সে পুকুরের পানিতে ডুবে মারা গছে। ফলে নির্যাতন থেকে এখন চিরতরে সে মুক্ত হলো।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, গতকাল সকাল ১০টার দিকে জলির নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থালে লাষটি দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়