বালিয়াকান্দিতে শিশু স্বাস্থ্য উন্নয়ন ও শিশু মৃত্যু প্রতিরোধে নিরীক্ষণ প্রকল্পের উদ্বোধন –
- Update Time : ০৭:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ১৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
শিশু স্বাস্থ্য উন্নয়ন ও শিশু মৃত্যু প্রতিরোধে নিরীক্ষণ (চ্যাম্পস) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও অবহিতকরণ সভা শনিবার দিনব্যাপী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস,এম, আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজবাড়ী সিভিল সার্জন ডা. রহিম বক্স, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা। অন্যান্যের মধ্যে আইইডিসিআর এর পরিচালক প্রফেসর মীরজাদি সেব্রিনা ফ্লোরা, আইসিডিডিআরবির ড. শামস এল আরেফিন বক্তৃতা করেন।
বক্তারা, শিশু স্বাস্থ্য উন্নয়ন ও শিশু মৃত্যু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়