রাজবাড়ীতে দশ মাসে আগে উদ্ধার হওয়া শীব-পার্বতী গেলে জাদুঘরে –
- Update Time : ০৭:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দশ মাসে আগে উদ্ধার হওয়া শীব ও পার্বতীর একটি কষ্টি পাথরের মূর্তিকে বাংলাদেশ যাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। গত সোমবার রাতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী ওই মূর্তিটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের রেজিস্ট্রেশন অফিসার মোঃ আবু ইউনুসের নেতৃত্বে জাদুঘরের তিন সদস্যের টিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, এনডিসি তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, এলাকায় মাদক ব্যবসায়ীদের আনোগোনা বৃদ্ধি নিয়ে ২০১৭ সালের ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন চার জন। তারা হলো ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম সরদার, গ্রাম পুলিশ সদস্য হোসেন আলী বিশ্বাস ও আবুল কাশেম বিশ্বাস। এ সময় কয়েকশ গজ দুরে ঢাকা-খুলনা মহা-সড়কের পাশে রিকশা ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা দুই জন যুবকের গতিবিধি তাদের সন্দেহ হয়। তারা দুই যুবক জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর গোয়াদা গ্রামের তালেব মোল্লার ছেলে ফরিদ মোল্লা (২৬) এবং তার ভগ্নিপতি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার বেড়াদি গ্রামের ফজলু সেখের ছেলে আলী আশেক (২৩) আটক করে। সেই সাথে তাদের কাছ থেকে শীব ও পার্বতীর একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। ওই মূর্তি উদ্ধারের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়, যা দেখে জাদুঘর কর্তৃপক্ষ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে। জেলা প্রশাসক তা রাজবাড়ী ট্রেজাতে এনে রাখে। এর পর তা জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়