রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
- Update Time : ০৯:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ৯ Time View
ইমরান হোসেন মনিম/আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
”জাটকা ধরে করবো না শেষ-বাঁচবে জেলে হাসবে দেশ”-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে আজ শনিবার সকালে পদ্মা নদীর রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার ঘাট এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও নদীতে নৌ র্যালী অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত আসনের মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফি, এনডিসি মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান। ওই সভা পরিচালনা করেন, জেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শামীমা আক্তার।
বক্তারা, দেশের ইলিশ সম্পদ সংরক্ষণে জাটকা নিধনে বিরত থাকতে জেলেদের পরামর্শ প্রদান এবং জাটকা নিধন আইন সম্পর্কে সকলকে অবহিত করার কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়