রাজবাড়ীতে পল্লী বিদ্যুতের ১৯তম সদস্য সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৪ Time View
ইমরান, আতিয়ার টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
”শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী পল্লী বিদ্যুতের ১৯তম সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজবাড়ী পল্লী বিদ্যুতের সদর দপÍরে আনুষ্ঠানিক ভাবে এ সদস্য সভার আয়োজন করা হয়।
এসময় রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারমোঃ কামরুল ইসলাপম গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ফরিদপুর শাখার তত্বাবধায়কমোঃ বেলায়েত হোসেন,রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান , রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির সচিব ও এলাকা পরিচালক আঃ ছালাম আল মাসুদ,কোষাধ্যক্ষরেহেনা পারভিন।
এসময়, সাধারন্ গ্রাহকদের পল্লী বিদ্যুতের সেবা আরো ভালোভাবে বন্টনের ব্যবস্থাকরে প্রধান মন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার ঘোষনাকে বাস্তবায়নের লক্ষে সকলকে কাজ করার জন্য আহব্বান জানান বক্তারা। সভায় ৫জন সদস্যকে এলাকা পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়