দৌলতদিয়ায় মহাসড়কে ট্রাক চাপায় এক শিশু নিহত –
- Update Time : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৩ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে রাস্তা পার হতে গিয়ে ট্রাক (ঢাকা-মেট্টো-ট-২০-০৮২১) চাপায় সুমাইয়া আক্তার উর্মি (৮) নামে এক শিশু নিহত। নিহত শিশু দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়া হাবিব সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে গোসল করে বাড়ী ফেরার পথে দৌলতদিয়া থেকে খুলনাগামী চলন্ত ট্রাকে ধাক্কা খেয়ে এঘটনা ঘটে।
নিহত শিশুর খালু আবুল কাশেম ফকীর জানান, গত দুইদিন আগে সুমাইয়া আক্তার উর্মি নানা বাড়ীতে বেড়াতে এসেছে। তিনি বলেন, আমার শালার ছেলের সুন্নতের খাৎনায় সবাই মিলে এসে ছিলাম। গতকাল অনুষ্ঠান হয়ে গেছে। কিন্ত আজ দুপুরে সুমাইয়া নদীতে গোসল করে বাড়ীতে আসার সময় এমন ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নবী হোসেন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক আটক করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়