রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন কারা ! –
- Update Time : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার জন সার ও বীজ বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সাড়ে ৫ শত জন কৃষকের মাঝে ৪২ লাখ টাকা মূল্যের তিল ও মুগ ডাল বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসের পাশের মাঠে ওই বিতবরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব।
ওই অনুষ্ঠান চলাকালে আগত কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, দলীয় বিবেচনা, ইউপি চেয়ারম্যান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের আনুগ্যত প্রকাশ করা ব্যক্তিদেরই এ সব সার ও বীজ প্রদান করা হয়েছে। এদের অনেকেরই কৃষি জমি নেই এবং কৃষি কাজও তারা করেন না। সেই সাথে তারা ক্ষুদ্র ও প্রান্তিক চাষীও নন। এরা বীজ নিয়ে বিক্রি করে আর সার অন্য জমিতে ব্যবহার করে। অথচ প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যদি এ সব প্রণোদনার সার ও বীজ পেত তাহলে সরকারের লক্ষ ও উদ্দেশ্য সফল হতো।
অনুষ্ঠানে বীজ নিতে উপস্থিত ছিলেন, চন্দনী ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য হারুন মোল্লা। তার নাম কিভাবে এই তালিকায় আসলো। এর জবাবে তিনি কৌশল অবলম্বন করে বলেন, যে সার ও বীজ তিনি নিতে এসেছেন তা তার নয়। এ সব বীজ ও সার তিনি তার ভাইয়ের জন্য নিতে এসেছেন।
অপরদিকে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের অপর গ্রাম পুলিশ জামাল দফাদারের ব্যাপারে বীজ নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, এ দফাদারের চাষাবাদের সামান্য কিছু জাম থাকলেও তিল ও মুগডাল বপনের জমি নেই। অথচ তাকেও দেয়া হয়েছে বীজ। জবাবে, জামাল দফাদার বলেন, তিনি একজন কৃষক।
সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তার সহযোগীতায় তারা যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করেন। সে অনুযায়ীই এ সব সার বীজ বিতরণ করা হয়। এর মধ্যে দুই একজন অবস্থা সম্পূর্ণ কৃষক থাকলেও থাকতে পারে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, ইউনিয়ন কমিটি মনোনিত কৃষককেই তারা সার ও বীজ প্রদান করেছেন। এর মধ্যে কারা ক্ষুদ্র ও প্রান্তিক এবং অ-কৃষক রয়েছেন তা তিনি জানেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়