রাজবাড়ীতে পরমানু শক্তির শান্তি পূর্ণ ব্যবহার শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত-
- Update Time : ০৯:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
- / ১১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা আয়োজিত “পরমানু শক্তির শান্তিপূর্ন ব্যবহার” শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে “পরমানু শক্তির শান্তিপূর্ন ব্যবহার ” শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থবহ বিজ্ঞানভিত্তিক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) ড.একেএম আজাদুর রহমান,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর তৌহিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী নূর উদ্দিন। সেমিনারে আরোও বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক জামানুল হক ও মোহাম্মাদ মঈনুর রশিদ।সেমিনার শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়। জেলা পর্যায়ের এ কুইজ প্রতিযোগীতায় জেলার বারোটি স্কুলের ৩৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।এদের মধ্যে থেকে বিজয়ী তিনটি স্কুলের নয় জনকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় জন্য চুড়ান্ত করা হবে।বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। সবশেষে কেন্দ্রীয় প্রতিযোগিতায় বিজয়ী দল ইন্দোনেশিয়া সফর করবেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়