চার শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী আজ বৃহস্পতিবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকার চারটি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শন কালে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা কেন্দ্রের পরীক্ষা পর্য়বেক্ষণের সময় প্রশ্ন বিতরণের শুরুতে কতিপয় শিক্ষকের গাফিলতি লক্ষ করেন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, শিক্ষা প্রতিমন্ত্রী শ্যামলী পাবলিক স্কুল, মিশন পল্লী স্কুল ও কারিগরি কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পরীক্ষা কেন্দ্রের সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে, ” শিক্ষার্থীদের উপযোগী হতে হবে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, এজন্য কারিগরি শিক্ষা আজকের বাংলাদেশের জন্য যথার্থ উপায় হবে এটা আমি মনেপ্রানে বিশ্বাস করি।”
উল্লেখ্য, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা কেন্দ্রে কোরআন ও তাসবীদ বিষয়ের অবজেক্টিভ এর পরিবর্তে নৈর্ব্যক্তিক প্রশ্ন প্রদানকারী ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তৎক্ষনাৎ পরীক্ষার দায়িত্ব খেকে অব্যহতি দেয়া হয় এবং তিন বছরের জন্য তাদের পরীক্ষা পরিচালনা কার্যক্রমে অংশগ্রহণের নিষেধাজ্ঞা প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়