রাজবাড়ীর ৬৩৩ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত-
- Update Time : ১০:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শনিবার সারা দেশের ন্যায় রাজবাড়ীর ৬৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে স্কুল-গুলোর শিক্ষাথীদের মাঝে নির্বাচনী উৎফুল্লতা দেখা যায়।
আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পিটিআই-এর পরীক্ষণ কেন্দ্রের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন পর্যবেক্ষণে যান জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সে সময় পিটিআই-এর ইন্সেটেক্টর মফিজুল ইসলাম তানছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান মোল্লাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে জেলার ৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কোথাও কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোটাররা সাত জন প্রার্থীকে বিজয়ী করেছে। আগামী ২৯ জানুয়ারী ওই বিজয়ীদের মাঝে দপ্তর বন্টন করা হবে।
অপরদিকে, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, একযোগে শান্তিপূর্ণ পরিবেশে জেলার ১৪৮টি উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনও করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়