শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ-

- Update Time : ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
- / ৫০ Time View
রুবেলুর/ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কের রেলগেট হয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে মিলিত হয়। পড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারন সম্পাদক প্রসেনজিৎ কুমার, শহর কমিটির সভাপতি কাউছার আহম্মেদ রিপন প্রমূখ। এছাড়া শহর কমিটির সাধারন সম্পাদক আজিজুল হাকিম বাপ্পিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে সেটা অত্যান্ত দুঃখজনক। তাই তারা এ হামলার সাথে জড়িত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় উপাচার্যের বহিঃষ্কার দাবী করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়