গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক আনজীর মাহমুদ রানা নিহত –
- Update Time : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার বিকেলে দ্রুতগামী বাস চাপায় আনজীর মাহমুদ রানা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের কছিমদ্দিন পাড়ার শামসুল হকের ছেলে।
নিহতের বাবা শামসুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার দোকান ঘর তৈরী কাজ চলছিল। সোমবার বিকেলে কাজ দেখতে গিয়ে হাসপাতাল গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় খুলনাগামী জে আর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মঙ্গলবার বেলা ১১টায় রেলগেট জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে জমিদারব্রীজ কবরস্থানে দাফন করা হয়।
গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ওসি নবি হোসেন জানান, সোমবার বিকেলেই গোয়ালন্দ মোড় থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়