রাজবাড়ীতে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-
- Update Time : ১০:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের শ্রীপুরস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন উপজেলার স্কুল-মাদ্রাসা থেকে আগত বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আযান, কেরাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, হামদ নাত, রচনা ও ইসলামি জ্ঞানসহ সাতটি বিষয়ে ৬০ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক আব্দুল হামিদ খাঁন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, ওবায়দুর রহমান, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়