কালুখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা –

- Update Time : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ২৩ জানুয়ারী রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা প্রাণিসম্পদ অফিস এর আয়োজনে এ উপলক্ষ্যে ঐ দিন সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আলমগীর হোসেন এর সঞ্চালণায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রুপকল্পে দেশের উন্নয়নের জন্য আপনারা ইন্ডাস্ট্রি না করতে পারলেও বাড়ীতে গৃহপালিত পশু ও গবাদি পশু বেশি করে পালন করতে পারেন। যা দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানী করে এদেশে রেমিটেন্স আনতে পারি। তিনি বিভিন্ন খামারী উদ্যোক্তাদের নিজস্ব তহবিল না থাকলে ব্যাংক থেকে ঋণ নিয়ে গবাদী ও পশু খামার করার কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মৎস্য অফিসার মোঃ মাছিদুর রহমান, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শহিদুল ইসলাম, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়