প্রধানমন্ত্রীর কাছে দাবী তুলে ধরলেন রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম –
- Update Time : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর তেজগাঁ কার্যালয়ে আগত উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৫জন পুলিশ কর্মকর্তা পৃথক পৃথক ভাবে বাংলাদেশ পুলিশের নানা ধরণের দাবী তুলে ধরেন। এর মধ্যে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম তুলে ধরের পুলিশ ট্রেনিং সেন্টারের সমস্যাদি। তিনি ট্রেনিং সেন্টারের আবাসন, প্রশিক্ষণ, পদ সৃজন, নতুন আরো চারটা ভবন স্থাপন এবং কমান্ডেটের পদে এডিশনাল ডিআইজি নন একজন জিআইজি পদ মর্যাদার ব্যক্তিকে প্রদানের দাবী জানান।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহা পুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম,পিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিনসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়