চেয়ারম্যান জহিরুল, সম্পাদক মাসুদ, দৌলতদিয়া শিশু সংসদের কমিটি গঠন –
- Update Time : ০৬:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
- / ১৮ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া শিশু সংসদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মাসুদ রানা নির্বাচিত হয়েছে। মঙ্গলবার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল। আগামী দুই বছর মেয়াদী ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দৌলতদিয়া শিশু সংসদ উপজেলার বাল্য বিয়ে, মাদক বিরোধী, আন্দোলন নিয়ে দীর্ঘ ১৩ বছর কার্যক্রম চালিয়ে আসছে। এবং উপজেলার মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। এই কমিটিতে ১৮ বছরের উপরে কোন শিক্ষার্থী নেই। এই শিশু সংদের মূল উদ্দ্যেশ দারিদ্র শিক্ষার্থীরা যেন অর্থের কারণে শিক্ষা জীবন থেকে ঝড়ে না যায়। এবং বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারে ও মাদক মুক্ত থাকতে পারে।
বিদায় কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন বলেন, দৌলতদিয়া শিশু সংসদের সাথে জরীত থাকার কারণে আমি মাদক মুক্ত থাকতে পেরেছি। পড়া-লেখা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আজ যারা এই সংগঠনের নেতেৃত্বে আসছে তারাও এই সমাজ থেকে বাল্য বিয়ে প্রতিরোধ ও মাদক মুক্ত উপজেলা গঠনের সার্বিক সহযোগিতা করতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়