৭২ সিসি ক্যামেরার উদ্বোধন, রাজবাড়ী শহর এখন পুলিশের নজরদারীতে –

- Update Time : ০৪:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে রাজবাড়ী জেলা শহরে ৭২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে স্থাপিত ক্যামেরা গুলো গতকাল বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম।
এ উপলক্ষে রাজবাড়ীর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক এমপি কামরুন্নাহার চৌধুরী, আবুল হোসেন, কানিজ ফাতেমা চৈতি প্রমুখ। এর আগে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আরো ৮টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।
পুলিশ সুপার জানান, এ সিসি ক্যামেরা স্থাপনের ফলে জেলা শহরে ইভটিজিং, চুরি, ছিনতাই, অপহরণ, সহিংসতাসহ সকল ধরণের অপরাধ মূলক কর্মকান্ড কমে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে জেলা পুলিশের কার্যক্রম হবে গতিশীল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়