খেলাধুলা নিয়ে বিরোধের জের : রাজবাড়ী শহরের ড্রাইআইস ফ্যাক্টরি এলাকায় দু’কিশোর জখম –

- Update Time : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
খেলাধুলা নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা শহরের ড্রাইআইস ফ্যাক্টরি এলাকায় দুই জন কিশোর জখম হয়েছে। জখমিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ড্রাইআইস ফ্যাক্টরি এলাকার ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
আহতরা হলো, একই এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে রবিন এবং মোবারক হোসেনের ছেলে সম্রাট হোসেন।
জানাগেছে, কিছুদিন পূর্বে ওই এলাকায় খেলাধুলার মাঝে মাস্ক ছিঁড়ে ফেলা নিয়ে একই এলাকার লোকমান মন্ডলের ছেলে রাব্বি মন্ডলের সাথে আতিক হোসেনের ছেলে জিতু’র বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এলাকার লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। তার পরও মঙ্গলবার রাত ৮টার দিকে জিতু ও তার বন্ধু রবিন এলাকার ব্রীজের উপর বসে থাকা অবস্থাঢ রাব্বি তার বন্ধু সম্রাট কে সাথে নিয়ে সেখানে আসে। তারা লোহার পাইপ ও ছুড়ি নিয়ে রবিন ও জিতের উপর আক্রমণ করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে সম্রাটের হাত থেকে পাইপ কেড়ে নিয়ে রবিন সম্রাটকে আঘাত করলে সম্রাটের হাত ভেঙে যায়। আহত দু’জনকেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়