পাংশায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

- Update Time : ০৪:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৭ Time View
মোঃ শামীম হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধু চামেলি বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।
সরেজমিনে গিলে স্থানীয়রা জানায়, চামেলী ও কামাল দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
স্বামী কামাল মন্ডল জানান, রাত একটার দিকে ঘুম ভেঙে চামেলীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পাওয়ায় ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে দেখা যায়, চামেলী বেগম ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়