রাজবাড়ীতে ৬৬ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন এসপি
- Update Time : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের জেলা কনফারেন্স রুমে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এ সময় রাজবাড়ী জেলার ৫টি থানার জিডির সূত্রধরে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭ টি, কালুখালী থানার ৯টি, বালিয়াকান্দি থানার ৩টি সহ ৬৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারনা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদান জরদারী করে থাকে।
হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে সকলে আবেগপ্রবন হয়ে পড়েন।
তারা বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুনে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়