দীর্ঘ দিন কোরআন হাদিসের কথা বলতে পারি নাই -রাজবাড়ীতে মুফতী আমির হামজা
- Update Time : ০৯:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাচ্ছের কোরআন সারা বাংলার আলোরণ সৃষ্টিকারী বক্তা মুফতী আমির হামজা বলেছেন, ‘মিথ্যা মামলায় আমাকে তিন বছর জেলে রাখা হয়েছে। মামলা দেখে জজও হাসতো, কি রায় দেবেন। গত ৫ আগষ্টের জজ সাহেব মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করবো, এখানে তো কোন কিছু নাই। যে মামলায় আগে জামিন দিতো না, এখন সে মামলা খারিজ করে দিলো। তখন বললাম এই তিন বছর তো মামলা আপনার আদালতে ছিলো, তখন তো কিছু বলেন নাই। এখন হঠাৎ মামলা খারিজ করছেন কিভাবে। উনি বললেন হুজুর কিছু করার নাই আমাদের হাত বাঁধা ছিল। এভাবে একটি বাদে দেশের সবগুলো হাত বাঁধা ছিল এবং তার কথায় ন্যায়-অন্যায় সব হতো। তার ফলস্বরুপ আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমান করে আমাদের কাছ থেকে তারিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত এত অপমান আর কেউ হয় নাই। তিনি একটি ময়লার বস্তা। বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ তাকে নিতে রাজি হয় নাই। স্বামী-স্ত্রীর মত সম্পর্ক ছিলো বলে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন ওই দাদা বাবুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডোনাল ট্রাম্প শপথ নেবার পর ১৬ লাখ ভারতীয়কে ফেরত পাঠানোর ঘোষনা দিয়ে পাঠানো শুরু করেছে। এতে এখন দাদার কাপড় রাখাই কষ্ট।
সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর আয়োজেন রাজবাড়ীর লক্ষীকোল আল্লাহ নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, বঙ্গবন্ধুকে মানুষ মেরে ফেলেছে আবার জিয়াউর রহমানকেউ মানুষ মেরে ফেলেছে। এরমধ্যে একজনের নাম শুনলে সারা পৃথিবীর মানুষ বলে শহীদ জিয়া। অথচো আজ পর্যন্ত কোথাও শহীদ শেখ মুজিব শুনি নাই, আর হয়তো শুনবোও না। এই শহীদ শব্দটা আল্লাহ যার তার সাথে লাগায় না। এ জন্য মানুষের মুখ দিয়ে এই শহীদ নামটা বের হয়। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। যার নাম শুনলে শহীদ শব্দটা আসে না, তার নামে কি দোয়া করবো। জোর করে সাড়ে ১৫ বছর অনেক দোয়া করে নিয়েছে। কিন্ত এমন দোয়া করেছে এক হুজুর, বলেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্ব নিম্ন স্তরে দাও।
তিনি আরও বলেন, গত ৩ ট্রাম যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা চোর-ডাকাত। কারণ তারা দিনের ভোট রাতে এবং জনগণের ভোট না নিয়ে ১৫৪ জনকে নির্বাচিত ঘোষনা করেছে। তারা মরা মানুষেরও ভোট পেয়েছে। ফলে বিগত ৩ বারের এমপি-মন্ত্রীদের নামের পাশে কেউ সাবেক এমপি-মন্ত্রী লিখবেন না। আর আমি নিজেও তাদের মানি না। এই মাহফিল শুধু মুসলমানদের না। এটা দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই মাহফিল। এই কোরআনের সাথে শুধু মুসলমানদের সম্পর্ক না। যারা মানুষ, তাদের জন্য কোরআনে আলোচনা আছে। দীর্ঘ দিন কোরআন হাদিসের কথা বলতে পারি নাই।
মাহফিলে রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের আমীর এ্যাডঃ নুরুল ইসলাম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এসময় মাহফিলে জেলা ও জেলার বাইরের ইসলামী বক্তারা বয়ান করেন।
জানাগেছে, এবারের আয়োজনের মাধ্যমে ৩৫তম বারের মত এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় নতুন সরকারকে সহযোগিতা এবং ফ্যাসিস্ট রুখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সত্য কথা বলার কারণে শুধু আমির হামজা নয়, দেশের হাজার হাজার মানুষকে দীর্ঘ সময় কারাবাস করতে হয়েছে। ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের আলেম সমাজসহ সর্বস্তরের মানুষকে হত্যা, নির্যাতন, গুমের শিকার হতে হয়েছে। তার একটি জ্বলন্ত উদাহরন শাপলা চত্ত্বরের ঘটনা। বিগত ১৭ বছরে দেশের মানুষের ভোট ও গণতন্ত্রের অধিকার ছিল না এবং গণতন্ত্রের কোন নিয়মকানুন মেনে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের মানুষের উপর নির্যাতন, শতশত মানুষকে হত্যা, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জেলে পাঠানো ও বিচারের নামে প্রহসন করে অনেককে ফাঁসি দিয়েছে। এ সময় আলেম সমাজসহ কেউ প্রাণ খুলে কথা বলতে পারে নাই। হুজুরদের অনুষ্ঠানে আওয়ামী লীগের পাতি নেতার মাইক কেড়ে নিয়ে আক্রমন করেছে। আওয়ামী লীগের নৃসংশ হত্যাকান্ড, নির্যাতনের বিরুদ্ধে বিএনপি লড়াই করে জনগণের পক্ষে কথা বলতে চেয়েছে। কিন্তু পরিনামে কি হয়েছে সবাই জানেন। তবে আল্লাহ তায়লা অন্যায়কারীকে পছন্দ করেন না। তারই ইশারায় শেখ হাসিনাও ধ্বংস হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়