রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যার রায় : দুই জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- Update Time : ০৯:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে মেয়ে দেখানোর কথা বলে ডেকে এনে শাফিন খান ওরফে শাফি (৪০) কে হত্যার দায়ে দুই জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
অভিযুক্ত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া বারইপাড়ার মৃত ছালাম মোল্লার ছেলে আরিফ মোল্লা ওরফে আরিফুজ্জামান আরিফ (পলাতক), মধ্য আমবাড়িয়ার মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে রুহুল আমিন প্রামানিকের অপরাধ সংঘটনে দোষী সাব্যস্থ হওয়ায় প্রত্যেককে মৃতু্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রামের মুরাদ আলী মন্ডলের ছেলে সামাদ মন্ডল, মোঃ শাজাহান প্রামানিকের ছেলে ওয়াহেদ আলী প্রামানিক, পাবনা জেলা সদরের কন্ঠগজরা (চর) আকাই কাজীর ছেলে রশিদ কাজী, কুষ্টিয়া জেলার খোকসা থানার আমবাড়ীয়া বাড়ইপাড়ার মৃত আঃ ছাত্তার মোল্লার ছেলে রাজিব মোল্লা, মোঃ আবুল হোসেন ওরফে আবু মোল্লার ছেলে সবুজ মোল্লা, মৃত মোতালেব মোল্লার ছেলে সাগর মোল্লাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং অপর অপরাধের জন্য তাদের প্রত্যেককে সাত বৎসরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ মামলা থেকে কুষ্টিয়া জেলার খোকসা থানার আমবাড়িয়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে সেলিম রানা, মৃত ঈমান আলী মোল্যার ছেলে রতন মোল্লা, ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রহিম মাষ্টারের ছেলে সুমন ওরফে কবিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় অভিযোগের দায় হতে খালাস প্রদান করা হয়। রায়ের সময় আরিফ মোল্লা আরিফুজ্জামান আরিফ ও রশিদ কাজী আদালতে উপস্থিত ছিল না।
আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, কুষ্টিয়া জেলার খোকসা থানার আমবাড়িয়া গ্রামের আবু বক্কার খান ওরফে বক্কার খানের ছেলে শাফিন খান ওরফে শাফি দীর্ঘ ১৮ বছর সৌদি আরব ছিলেন। দেশে ফিরে মাটি ও বালুর ব্যবসা শুরু করে। এ নিয়ে স্থানীয় ভাবে বিরোধ সৃষ্টি হয়। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৫টার সময় ডেকে নিয়ে যায়। ১৭ ডিসেম্বর দুপুর দেড় টার সময় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের মফিজ উদ্দিন মন্ডলের আখক্ষেত থেকে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফরিদ হাসান খান বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত পুর্বক ১১জনের বিরুদ্ধে চার্জশীর্ট প্রদান করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুর রাজ্জাক(২) বলেন, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে মেয়ে দেখানোর কথা বলে ডেকে এনে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। রায়ে ২জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়