রাজবাড়ীতে সনাকের অভিভাবক ও নাগরিক সমাবেশ
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৯:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সোমবার সকালে রাজবাড়ী জেলা শহরের শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মধূসূদন সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন সনাক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ।
সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান রেজাউল করিম, সহঃ প্রধান শিক্ষক প্রনব প্রামানিক, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, এসিজি সদস্য নজরুল ইসলাম, শাপলা বেগম,বহরপুর ডিগ্রী কলেজ এর প্রভাষক খাদেম হোসেন, শিক্ষক তপন কুমার পাল, শিক্ষার্থী অভিভাবক আবু সাইদ।
সভায় বক্তারা বলেন, মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যত্নশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে। তবেই গুনগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ ইত্যাদি বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ মানুষ অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়