গোয়ালন্দ ডাক বাংলোতে শান্তুনু ও নজরুল মন্ডলের উপস্থিতে নির্বাচনী বৈঠক !
- Update Time : ০৬:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৫৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নির্বাচনকালিন সময়ে সরকারি অফিস অথবা ডাক বাংলো ব্যবহার করে কোন প্রার্থী প্রচার-প্রচারনা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নির্বাচন কমিশন প্রদত্ত আচরণ বিধিতে এমনটি উল্লেখ থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে তা মানা হচ্ছে না। আজ রবিবার দুপুরে গোয়ালন্দ ডাক বাংলোতে এমনি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানাগেছে, আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা পরিষদের গোয়ালন্দ ডাক বাংলোতে অবস্থান করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন সান্তুনু, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম বাতেনসহ স্থানীয় প্রভাবশালীরা ২১ মে অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করেন।
বিকালে গোয়ালন্দ উপজেলা নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম বাতেন জানিয়েছেন, গোয়ালন্দ ডাক বাংলোতে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অবস্থান করেন। তারা গোয়ালন্দ উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন। তিনিও সেখানে কিছু সময়ের জন্য গিয়েছিলেন। তবে তার জানা নেই সরকারি ডাক বাংলোতে বসে নির্বাচনি আলোচনা করা যাবে না।
জেলা নির্বাচন অফিসার অলিউর রহমান জানিয়েছেন, নির্বাচনকালিন সময়ে সরকারি অফিস অথবা ডাক বাংলো ব্যবহার করে কোন প্রার্থী প্রচার-প্রচারনা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ করেন তাহলে তিনি আচরণ বিধি ভঙ্গ করেছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানিয়েছেন, নির্বাচনকালিন সময়ে সরকারি অফিস অথবা ডাক বাংলো ব্যবহার করে কোন প্রার্থী প্রচার-প্রচারনা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যাবে না। গোয়ালন্দ ডাক বাংলোতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সংবাদ পেয়েই তিনি গোয়ালন্দ পৌর মেয়রের সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগের আগেই তারা ডাক বাংলো থেকে বেড়িয়ে গেছেন বলে তিনি নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়