আরেকটি সাফল্যের গল্প : শান্তি মিশনের পর চরবহরপুর উত্তরপাড়াও করা হলো মাদকমুক্ত এলাকা ঘোষনা
- Update Time : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের প্রথম মাদকমুক্ত গ্রাম হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশন এলাকাকে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ওই গ্রামের ধারাবাহিক সাফল্যের পর পাশ^বর্তী চরবহরপুর উত্তরপাড়াও গত শুক্রবার মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করা হয়েছে।
এ লক্ষে ঘোষনা করা হয়েছে চরবহরপুর উত্তরপাড়া যুব সংঘের কমিটি। এ কমিটির ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন। কমিটির সদস্যরা হলো, কামরুল হাসান, মোয়াজ্জেম মোল্লা, সবুজ শেখ, সাকিব সালিম, জহুরুল শেখ, মকসেদ শেখ, হাবিব মোল্লা, আরাফাত শেখ, মিঠুন শেখ, সোহাগ খান, জোবায়ের বিশ^াস, আরিফ মোল্লা, রাব্বি শেখ, নয়ন শেখ, হৃদয় শেখ, রবিউল শেখ, রাহাত শেখ, রিয়াদুল জান্নাত, মিনহাজ বিশ^াস, রিকাত মোল্লা, জাহিদ মোল্লা, রাসেল মোল্লা, রতন মোল্লা, নাঈম মোল্লা, রাহাদ মোল্লা, মুস্তাক মোল্লা, অনিক মোল্লা, রুপল মোল্লা, আকরাম বিশ^াস, ইমন শেখ, আজাদ শেখ, কামরুল বিশ^াস, মারুফ হাসান ও রিপন শেখ।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবু তাহের মোল্লা জানান,শান্তি মিশন এলাকা মাদকমুক্ত ঘোষনা করার পর আড়লন সৃষ্টি হয়েছে। ফলে প্রতিবেশি গ্রাম গুলোও তাদের এই সামাজিক আন্দোলনে যুক্ত হতে শুরু করেছে। ফলে আমিও তাদের পাশে রয়েছি। সব ধরণে সহযোগিতা নিয়ে।
স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এমএ হাকিম জানিয়েছেন, এলাকার মানুষ সচেতন হতে শুরু করেছে। তারা মাদককে লাল কার্ড দেখাচ্ছে। এই সামাজিক কর্মকান্ডকে এগিয়ে নিতে তিনিও তাদের পাশে দাঁড়িয়েছেন। আশা করছেন একে একে সকল এলাকার বাসিন্দারা নিজ নিজ গ্রামকে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়