রাজবাড়ীতে ডিজিটাল সময়ে তরুণ সমাজ : সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংস্কৃতিক প্রভাব শীর্ষক সামিট
- Update Time : ১০:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ২৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডিজিটাল সময়ে তরুন সমাজ : সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংস্কৃতিক প্রভাব শীর্ষক দিনব্যাপী সামিটের আয়োজন করেছে রাজবাড়ী সোশিও-কালচারাল ফেরাম (আরএসসিএফ) ডিবেট সামিট।
বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, আরএসসিএফের সভাপতি রিফাহ নানজিবা অহনা, সাধারণ সম্পাদক রিলয় সাহা নীল, মুখপাত্র সাদ আহমেদ সাদী।
আরএসসিএফের সভাপতি রিফাহ নানজিবা অহনা বলেন, সাম্প্রতিক সময়ে ডিজিটাল মিডিয়ায় তরুণদের অংশগ্রহণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক কর্মকান্ডেও এসেছে কিছু নতুন ধারা। সোশ্যাল মিডিয়ায়র এ সাংস্কৃতিক প্রভাব নিয়েই আরএসসিএফ ৭ জুলাই আয়োজন করতে চলেছে আরএসসিএফ ডিরেক্ট সামিটের। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন। একই সাথে ব্যবস্থাপনা সহযোগি হিসেবে আছে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন। দিনব্যাপী বিভিন্ন পর্বে এ সামিট অনুষ্ঠিত হবে। সোশ্যাল মিডিয়ায় সাংস্কৃতিক কার্যক্রমের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠিত হবে প্যানেল ডিসকাশন। যেখানে রিসোর্স পার্সন হিসেবে থাকবেন, হাওয়া চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ প্রামানিক এবং অভিনেত্রী মৌসুমি মৌ।
সামিটে ইয়ুথ রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত থাকবেন কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, চিত্রয়ীর প্রধান নির্বাহী রাতুল চৌধুরী, বঙ্গমাত্রা হল ডিবেটিং ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালনের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ভৈরবীর প্রধান নির্বাহী ইলিয়াস নবী ফয়সাল। সামিটের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে সামিট উদ্বোধন করবেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ইকবাল হোসেন এবং জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
সামিটের প্রেজেন্টেশন কম্পিটিশনে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন, গোঁসাইরহাট উপজেলা, শরীয়তপুরের উপজেলা নির্বহী অফিসার কাফী বিন কবির। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। প্রতি পর্বেই সভাপতিত্ব করবেন আর এসসিএফ এর সভাপতি রিফাহ নানজিবা অহনা। দিনব্যাপী এ আয়োজনে মোট ১০০ জন ডেলিগেট অংশ নিচ্ছে। সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সামিটের পর্দা নামবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়