গোয়ালন্দে সুবিধাবঞ্চিত ৩’শ শিশুকে নিয়ে এমএমএস’র ইফতার আয়োজন
- Update Time : ১০:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৩৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত ৩’শ শিশুকে নিয়ে ইফতার ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করে যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)।
১৭ এপ্রিল সোমবার এমএমএসের হলরুমে এ আয়োজন করা হয়। এতে দৌলতদিয়া চাইল্ড ক্লাবের শিশু ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী ও পল্লীর আশপাশ এলাকার শিশুরা অংশ নেয়।এতে সহযোগিতা করে দাতা সংস্থা ফেরা ফাউন্ডেশন, আমেরিকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, অবজারভার পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জালাল হোসাইন, দৌলতদিয়া সাইনবোর্ড জামে মসজিদের ইমাম হাফেজ কামরুল ইসলাম, চাইল্ড ক্লাবের সভাপতি শামীম মন্ডল, সাধারন সম্পাদক বর্ষা আক্তার প্রমূখ।
শিশুদের উদ্দেশ্যে ইউএনও জাকির হোসেন তার বক্তব্যে বলেন, তোমরা শিশু। আমাদের কাছে তোমাদের কোন ভেদাভেদ নেই। তোমাদের লেখাপড়া করে,সংগ্রাম করে মানুষের মতো মানুষ হও।আমরা তোমাদের পাশে আছি। তিনি শিশুদের নিয়ে এ ধরনের আয়োজন করার জন্য মুক্তি মহিলা সমিতিকে ধন্যবাদ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়