শ্রেষ্ঠ সমবায়ী রাজবাড়ীর আজম আলী মন্ডল
- Update Time : ০৫:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ১৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালন করা হয়েছে। ওই দিবসে সমবায় বিভাগ রাজবাড়ীর পক্ষ থেকে এবার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে, রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটিডের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ আজম আলী মন্ডল।
জানাগেছে, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আজম আলী মন্ডল বলেন, রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটিড স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। শ্রেষ্ঠ সমবায়ী হওয়ায় তিনি তার সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়