রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে শুরু হলো দুই দিন ব্যাপী “বাংলা উৎসব”

- Update Time : ০৬:০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
- / ১৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চার লক্ষে রাজবাড়ীতে দুদিন ব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী একাডেমির আয়োজনে সংগঠনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই উৎসবের উদ্বোধন করেন, কথা সাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন, দেশবরেণ্য চিকিৎসক ডা: এনএএম মোমেনুজ্জামান, সমাজ সেবক নাসিম শফি, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। স্বাগত বক্তৃতা করেন, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইকবাল হোসেন।
এর আগে জেলা শহরে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়।
জানাগেছে, দুদিন ব্যাপী উৎসবে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন, গণিত ও দেয়াল পত্রিকাসহ মোট ৫০ টি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়