গ্রামীণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ:লীগ সরকারের বিকল্প নেই – জিল্লুল হাকিম এমপি

- Update Time : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ৩৪৪ Time View

সাহিদা পারভীন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জিল্লুল হাকিম বলেছেন, গ্রামীন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। এ সরকার বিশ্বাস করে, দেশের উন্নয়নের জন্য গ্রামীন উন্নয়ন দরকার । গ্রামীন উন্নয়নের জন্য গ্রামের রাস্তা ঘাটের উন্নয়ন দরকার। গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য যাতে সহজে বাজারজাত করা যায়, সে ব্যবস্থা করা দরকার। এজন্য সরকার আন্তরিকতার সাথে গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সড়কের পাকা করন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব প্রমুখ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়